
শিরোনাম পড়ে একটু অবাক হতেই পারেন। দুই দশকেরও আগে ব্যাট-প্যাড তুলে রাখা আমিনুল ইসলাম বুলবুলের তো আর এখন মাঠে খেলার সময় নেই। সেখানে ওয়ানডে খেলবেন কিভাবে। ৫৭ বছর বয়সী সাবেক অধিনায়কের এখন তো সময় ‘প্রশাসনিক’ খেলায় ব্যস্ত থাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ায় ক্রিকেট কাঠামো ঠিক করা আমিনুলের কাজ। সেই কাজ করতেই রূপক অর্থে ওয়ানডে খেলার কথা জানিয়েছেন তিনি। এর আগে যেমনটা সাবেক সভাপতি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হওয়ার সময় টি-টোয়েন্টি খেলার ইচ্ছা জানিয়েছিলেন তিনি।
আগামী মাসের (অক্টোবর) প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন হবে।
সেই নির্বাচনে পরিচালক পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন আমিনুল। তবে কি কারণে লড়তে চান গতকাল জানাননি। আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে নির্বাচন করার কারণ জানিয়েছেন সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমার (নির্বাচন করার) একটাই কারণ।
যে কাজগুলো শুরু করেছিলাম, তা ভালোভাবেই এগিয়ে চলছে। তবে আমি চাই না কাজগুলো অর্ধেক ফেলে রেখে যেতে। যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এই একটা মূল কারণেই কন্টিনিউ করতে চাওয়া।’
তাই আগের বলা টি-টোয়েন্টিতেই আর আটকে থাকছেন না আমিনুল।
সেই বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেছেন, ‘বলেছিলাম একটা কুইক ইনিংসের কথা। কুইক ইনিংসটা তো এখনো শেষ হয়নি। শেষ হোক। কন্টিনিউ যদি করতে পারি, টি-টোয়েন্টি থেকে ফিফটি-ফিফটিতে যাব। আর তার চেয়েও বড় কথা, আমার কাছে মনে হয়, আমাদের যে সম্ভাবনা রয়েছে, এটা পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য সেই কাজগুলো করার জন্য মনস্থির করেছি। তাই আমি কন্টিনিউ করতে চাই।’