শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কে জড়াতে ভক্তের বার্তা, থানার নম্বর দিলেন পিয়া

প্রকাশ: বুধবার, ০৩ সেপ্টেম্বর , ২০২৫
সম্পর্কে জড়াতে ভক্তের বার্তা, থানার নম্বর দিলেন পিয়া
আরো পড়ুন

শোবিজ অঙ্গনের তারকাদের অসংখ্য ভক্ত-অনুরাগী থাকে। তাদের মধ্যে মধ্যে কেউ কেউ অতিরঞ্জিত ঘটনা ঘটে ফেলেন। সম্প্রতি অভিনেত্রী পিয়া জান্নাতুল এমন এক ঘটনা ফেসবুকে শেয়ার করেছেন।

পিয়ার ইনবক্সে একজন ভক্ত প্রেম নিবেদন করেছেন। ফোন নম্বরও চাইছেন! মেসেজে তিনি লিখেছেন, “আমি কোনো বেঈমান বা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত, প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।

তিনি আরও লিখেছেন, ‘আমি চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া পৃথিবীর কেউ জানবে না। দয়া করে ফোন নাম্বার দিন-প্লিজ।”

এসব মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো রিপ্লাই করেননি। শুধু শেষের মেসেজটার পর তিনি একটি নম্বর প্রদান করেন সেই ব্যক্তিকে। যা ছিল গুলশান থানার নম্বর।

পিয়ার এই চতুর প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাসি, অবাক হওয়া আর ব্যঙ্গ-সবই একসঙ্গে মিলেছে এই পোস্টে।

বুধবার ফেসবুক আইডি থেকে সেই মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেন পিয়া। কেউ মন্তব্য করেছেন, ‘কী একটা অবস্থা!’, কারো মন্তব্য, ‘সোজা শ্বশুরবাড়ির ঠিকানা।’

আবার কেউ বা লিখেছেন, ‘সে বলল, পৃথিবীর কেউ জানবে না আর আপনি সবাইকে জানিয়ে দিলেন।’ এমন বিভিন্ন রকম কমেন্ট দেখা গেছে অভিনেত্রীর পোস্টে।

হলিউডে গেলেও ঐশ্বরিয়া কখনো সফল হবেন না: অমিতাভ বচ্চন

প্রকাশ: বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর , ২০২৫
হলিউডে গেলেও ঐশ্বরিয়া কখনো সফল হবেন না: অমিতাভ বচ্চন
আরো পড়ুন

ঐশ্বরিয়া রাই বচ্চন শুধুমাত্র একজন বলিউড তারকা নন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেত্রী। তার সৌন্দর্য, মেধা এবং অভিনয় প্রতিভা বিশ্বজুড়ে প্রশংসিত। প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে দেখা যায় তাকে। হলিউডের সিনেমাতেও কাজ করেছেন তিনি। কিন্তু একটা সময়ে তাঁর উপর ভরসা করতে পারেননি অমিতাভ বচ্চন। তিনি বলেছিলেন, হলিউডে গিয়ে কোনো লাভ হবে না। বেশি দূর এগোতে পারবেন না ঐশ্বরিয়া রাই। তখন অভিষেক বচ্চন কী করেছিলেন?

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সালে জেন অস্টেনের ক্লাসিক উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ অবলম্বনে নির্মিত ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয় ঐশ্বরিয়ার। তার এই হলিউড যাত্রা তখন বলিউডের অন্দরে আলোচনার এক প্রধান বিষয় হয়ে উঠেছিল। তখনও অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়া বিয়ে হয়নি। 

ঐশ্বরিয়া হলিউড অভিষেক প্রসঙ্গে তারকাদের প্রতিক্রিয়া আজও চর্চার বিষয়। ২০০৪ সালে করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ যখন করণ ঐশ্বরিয়াকে জিজ্ঞাসা করেন যে, তিনি হলিউডে সফল হবেন কি না, তখন অমিতাভ বচ্চন বলেছিলেন, ‘সে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারবে, কিন্তু এরপর একটা কাচের দেওয়াল থাকবে।’

তখনো ঐশ্বরিয়াকে বিয়ে না করা সত্ত্বেও অভিষেক বচ্চন তার প্রশংসা করে বলেছিলেন, ‘সে খুব প্রতিভাবান, চমৎকার পেশাদার এবং একসঙ্গে কাজ করার জন্য একজন দারুণ মানুষ।’

জায়েদ খান বলেছিলেন, ‘আমার মনে হয় তার একটা সর্বজনীন আকর্ষণ আছে।’ একতা কাপুর বলেছিলেন, ‘আমি জানি না সে সফল হবে কি না, তবে আমি আশা করি সে হবে, কারণ আমার প্রথম কাজ তার সঙ্গেই ছিল।’

শাবানা আজমি মনে করেন, ‘তার মধ্যে যা যা প্রয়োজন, সব আছে। তবে সিদ্ধান্ত তাকেই নিতে হবে যে সে সেখানে যেতে চায়, নাকি এখানে বেশি নিরাপদ বোধ করে।’ সুস্মিতা সেনের মন্তব্য ছিল, ‘ঐশ্বরিয়াকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন সে বলিউডকে হলিউডে নিয়ে যাবে, এবং সেই কারণে আমি চাই সেটা সত্যি হোক।’

বিপাশা বসু বলেছিলেন, ‘আমার মনে হয় সে এরই মধ্যে একটি পদক্ষেপ নিয়েছে। এটা দারুণ কারণ বলিউডের এত প্রতিভাবান অভিনেতাদের মধ্যে কেউই এটা এখনও পর্যন্ত করেনি।’ তবে সঞ্জয় দত্ত কিছুটা সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, ‘আমি আশা করি সে সফল হবে, কিন্তু আমার মনে হয় না।’ 

'ব্রাইড অ্যান্ড প্রেজুডিস'-এর পর ঐশ্বরিয়া আরও কিছু হলিউড ছবিতে কাজ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো 'দ্য মিস্ট্রেস অফ স্পাইসেস', 'প্রোভোকড' এবং স্টিভ মার্টিনের বিপরীতে 'দ্য পিঙ্ক প্যান্থার ২'। যদিও হলিউডে তার অভিনয় জীবন খুব দীর্ঘ ছিল না, তবুও কান চলচ্চিত্র উৎসবে তার আকর্ষণীয় উপস্থিতি আজও তাকে বিশ্বজুড়ে প্রাসঙ্গিক করে রেখেছে। প্রতি বছর ভক্তরা অধীর আগ্রহে তার রেড কার্পেটের লুক দেখার জন্য অপেক্ষা করেন।

সম্পর্কে জড়াতে ভক্তের বার্তা, থানার নম্বর দিলেন পিয়া

প্রকাশ: বুধবার, ০৩ সেপ্টেম্বর , ২০২৫
সম্পর্কে জড়াতে ভক্তের বার্তা, থানার নম্বর দিলেন পিয়া
আরো পড়ুন

শোবিজ অঙ্গনের তারকাদের অসংখ্য ভক্ত-অনুরাগী থাকে। তাদের মধ্যে মধ্যে কেউ কেউ অতিরঞ্জিত ঘটনা ঘটে ফেলেন। সম্প্রতি অভিনেত্রী পিয়া জান্নাতুল এমন এক ঘটনা ফেসবুকে শেয়ার করেছেন।

পিয়ার ইনবক্সে একজন ভক্ত প্রেম নিবেদন করেছেন। ফোন নম্বরও চাইছেন! মেসেজে তিনি লিখেছেন, “আমি কোনো বেঈমান বা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত, প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।

তিনি আরও লিখেছেন, ‘আমি চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া পৃথিবীর কেউ জানবে না। দয়া করে ফোন নাম্বার দিন-প্লিজ।”

এসব মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো রিপ্লাই করেননি। শুধু শেষের মেসেজটার পর তিনি একটি নম্বর প্রদান করেন সেই ব্যক্তিকে। যা ছিল গুলশান থানার নম্বর।

পিয়ার এই চতুর প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাসি, অবাক হওয়া আর ব্যঙ্গ-সবই একসঙ্গে মিলেছে এই পোস্টে।

বুধবার ফেসবুক আইডি থেকে সেই মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেন পিয়া। কেউ মন্তব্য করেছেন, ‘কী একটা অবস্থা!’, কারো মন্তব্য, ‘সোজা শ্বশুরবাড়ির ঠিকানা।’

আবার কেউ বা লিখেছেন, ‘সে বলল, পৃথিবীর কেউ জানবে না আর আপনি সবাইকে জানিয়ে দিলেন।’ এমন বিভিন্ন রকম কমেন্ট দেখা গেছে অভিনেত্রীর পোস্টে।

সবাই বলেছে পারবে না, বলেছি ‘দেখে নিও’

প্রকাশ: বুধবার, ০৩ সেপ্টেম্বর , ২০২৫
সবাই বলেছে পারবে না, বলেছি ‘দেখে নিও’
আরো পড়ুন

ঢাকাই সিনেমার সুপার হিরো শাকিব খান। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ১১ বছর আগে মুক্তি পাওয়া ‘লাভ আজকাল’ সিনেমার একটি লুক এবং সাম্প্রতিক লুক। সঙ্গে ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুটি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, “গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি। এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনও চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।”

২৬ বছরের সিনেমা ক্যারিয়ারে শাকিব প্রায় দুই দশক ধরে বাংলা সিনেমায় কাজ করছেন। করোনার পর দর্শক তাকে নতুনভাবে দেখেছেন। কেউ কেউ বলছেন, শাকিব খান ২.০! ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে তিনি সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—সব শ্রেণীর দর্শকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

এরপর ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘বরবাদ’ সিনেমাগুলো বিদেশেও সাড়া ফেলেছে।

শিগগির তিনি ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করবেন। এটি মুক্তি পাবে ঈদ ছাড়া। এরপর ‘প্রিন্স’ নামে ঈদুল ফিতরের জন্য আরেকটি সিনেমার শুটিং করবেন শাকিব খান।

নাম নিয়ে বিড়ম্বনায় শাহরিয়ার নাজিম জয়

প্রকাশ: বুধবার, ০৩ সেপ্টেম্বর , ২০২৫
নাম নিয়ে বিড়ম্বনায় শাহরিয়ার নাজিম জয়
আরো পড়ুন

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় একসময়ে ছোটপর্দায় নিয়মিত অভিনয় করতেন। পরে সিনেমাতেও নাম লেখান। রুপালি পর্দায় তেমন ভালো করতে না পারায় ছোট-বড় দুই পর্দায় অভিনয় থেকে দূরে সরে যান তিনি।

অবশেষে টিভি পর্দায় নতুন করে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাকে। উপস্থাপক হিসাবে বেশ সফলতা পান এ অভিনেতা। গত পাঁচ বছরে সঞ্চালক হিসেবে জয় অর্জন করেন তুমুল জনপ্রিয়তা। উপহার দেন ‘সেন্স অব হিউমার’, ‘৩০০ সেকেন্ড’সহ আরও একাধিক জনপ্রিয় শো। 

অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক মাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে, সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন। বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় জয়কে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জয় লিখেছেন, আওয়ামী লীগের আমলে কারও নাম তারেক হওয়া কিংবা এ সময় কারও নাম জয় হওয়া, এর মতো বিড়ম্বনা আর কিছুতেই নেই। 

এ অভিনেতার এমন পোস্টকে হাস্যরস হিসেবেই দেখছেন ভক্ত-অনুরাগীরা। তার বক্তব্যের সঙ্গেও নেটিজেনরা একমত প্রকাশ করেছেন। কেউ কেউ তার নাম উল্লেখ করে মজার ছলে মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, ভাই আপনি মনে হয় মহা মুসিবতে আছেন । 

আরেক নেটিজেন লিখেছেন, আপনার নামের বাকি অংশ কই? অন্য আরেক নেটিজেন লিখেছেন, আমি আমার ছেলের নাম জয় রেখেছিলাম ২০১৩ সালে। মৃত্যুর আগে পর্যন্ত সেটাই থাকবে ইনশাআল্লাহ। এই নাম সবসময় জয়ীদের নিশানা। 

‘খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে’

প্রকাশ: বুধবার, ০৩ সেপ্টেম্বর , ২০২৫
‘খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে’
তানজিন তিশা
আরো পড়ুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। 

সম্প্রতি এক অনুষ্ঠানে তানজিন তিশা বলেন, ‘এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলী একটা মুহূর্ত। আমার মা এটা ২য় সময় কোথাও আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ড পায়।’

তার কথায়, ‘কারণ আমি বলবো প্রতিটা আটির্স্ট সন্তানের পেছনে বাবা-মার দায়িত্ব যেমন, বাবা-মার ভারটাও অনেক। সে জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিকমতো কাজ করছি।
শুধুমাত্র আমার মায়ের জন্য। সে জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাই আমি খুবই খুশি।’ 

ভক্তদের সুখবর দিয়ে তিশা বলেন, ‘আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটা চাই।
আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার। এছাড়া খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে।’ 

অভিনেত্রীর ভাষ্যে, ‘আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে।
তাদের জন্যই আমার সবকিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য।’